অ্যান্ড্রয়েড ডিভাইসের পর Whatsapp ইন্সটল করুন আপনার পিসিতে

প্লে স্টোরে থাকা ইনস্ট্যান্ট মেসেঞ্জার গুলোর মধ্যে জনপ্রিয় একটি মেসেঞ্জারের নাম হল Whatsapp. আমরা অনেকেইআমাদের স্মার্টফোনে ইনস্ট্যান্ট মেসেজিং এর জন্য এই অ্যাপ ব্যবহার করে থাকি। যদিও কিছুদিন আগে whatsapp হ্যাক হওয়ার অনেক খবর প্রকাশিত হয়েছিল। তারপরেও এখন পর্যন্ত নিঃসন্দেহে whatsapp একটি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেঞ্জার। যদিও পিসিতে whatsapp ব্যবহার করার জন্য এর নির্মাতারা কোন প্রোগ্রাম বের করেন নি। তাই আজ আমরা দেখবো কিভাবে আপনি আপনার পিসিতে এই ইনস্ট্যান্ট মেসেঞ্জার টি ব্যবহার করতে পারেন…

Bluetacks এর সাহায্যে পিসিতে whatsapp ইন্সটল করার পদ্ধতিঃ
প্রথমেই বলে দিচ্ছি আপনি যদি আপনার পিসিতে whatsapp ইন্সটল করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের whatsapp অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কারণ whatsapp এ একটি ডিভাইসের জন্য একটি মাত্র অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।
আর Bluestacks একটি ইংলিশ সাপোর্টেড সফটওয়্যার, তাই আপনি এর মাধ্যমে অন্য কোন ভাষা ব্যবহার করতে পারবেন না। চলুন এবার পিসিতে whatsapp ইন্সটল করা যাক…
১) প্রথমে নিচের লিংক থেকে Bluestacks এবং whatsapp ইমুলেটর আপনার পিসিতে ডাউনলোড করে ইন্সটল করে নিন।

Bluestacks
২) এবার Bluestacks প্রোগ্রাম ওপেন করলে আপনি প্রোগ্রামের উপরের বাম কোনায় সার্চ আইকন দেখতে পাবেন। এই সার্চ অপশন ব্যবহার করে আপনাকে whatsapp সার্চ করে নিতে হবে।
৩) অ্যাপ সার্চ করার জন্য দুটি কনফিগারেশন স্টেপ এর প্রয়োজন হয় তাই প্রোগ্রামটি One Time Setup নামে একটি উইন্ডো খুলবে।You are all done মেসেজ আসা পর্যন্ত স্ক্রীনের নির্দেশনা অনুযায়ী কাজ করে যান।
৪) সব কিছু শেষ হলে গুগল প্লে ওপেন হবে এবং আপনার অ্যাকাউন্ট ইনফর্মেশন দিতে হবে।
৫) এবার গুগল প্লে থেকে Whatsapp সার্চ করে ইন্সটল করে নিন।
৬) এবার whatsapp এ আপনার অ্যাকাউন্ট সেটআপ করার পালা। আপনার মোবাইল নাম্বার এবং কান্ট্রি সিলেক্ট করে দিন… কিছুক্ষণের মধ্যে আপনি একটি ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড পাবেন…এবার কোড টি ভেরিফিকেশন বক্স এ দিলেই কাজ শেষ।
Thanks for reading my news about অ্যান্ড্রয়েড ডিভাইসের পর Whatsapp ইন্সটল করুন আপনার পিসিতে at my blog Tic Droid if you want too share this article, please put the resource, and if you think this article is very usefully dont forget to bookmark this site with CTRL + D on your keyboard to web browser.

New and Hot Article's :