কিভাবে Youtube থেকে আয় করবেন ?? How to earn by Youtube (A-Z) Part-1

বিশ্বের সবচাইতে View হয় এমন প্রথম তিনটি সাইটের একটি হল Youtube . Youtube-এর নাম শোনেননি এমন কাউকে হয়ত খুজে পাওয়া দুষ্কর। 2005 সালে 23 April ইউটিউব যাত্রা শুরু করে। কয়েক বিলিয়ন ভিডিও'র মালিক এখন Youtube .
কিন্তু আপনি কি জানেন Youtube থেকে আয় করা যায় ??
আজকের টিউনে আমি সেটাই আপনাদের দেখাব।

ইউটিউব থেকে আয় করতে যা লাগবেঃ

1. Camera
2. Youtube account
3. Google Adsense Account (১৮ কিংবা তার বেশি বয়স হতে হবে)
4. Computer বা Mobile বা অন্য কিছু, যার দ্বারা আপনি Youtube-এ ঢুকবেন।
5. Regular Video Upload

এখন আমরা ধাপে ধাপে কাজগুলো শিখে নিবঃ

Youtube Account তৈরি 


ইউটিউব থেকে আয়

ইউটিউব থেকে আয়
  • Youtube -এ প্রথমে Account খুলুন। যদি আগে থেকেই Account থাকে তবে ওটাই ব্যবহার করতে পারেন।
  • আপনার Channel খুঁজে পেতে Keyword ব্যবহার করুন।
  • আপনার Account-এর সঠিক ধরণ নির্বাচন করুন। (যেমনঃ যদি Movie নিয়ে কাজ করেন Director Account দিন)
  • Username অবশ্যই ছোট রাখুন, এতে দর্শক মনে রাখতে পারবে।

Video Upload করা

Account-এ প্রথমে Sign in করুন। এরপর উপরে দেখুন UPLOAD লেখা আছে। সেখানে ক্লিক করে Video Upload করুন।
যেই বিষয়গুলো মনে রাখবেনঃ
  • Video'র Quality যেন ভাল হয় (আমি বলতে চাইছি, আলতু-ফালতু Video দিবেন না
  • Video যেন খুব বেশি বড় না হয়
  • Account Type-এর দিকে লক্ষ রেখে Video upload করবেন।
  • ভাল Software-এর সাহায্যে Video Edit করলে ভাল হয়।

এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়।

  • Youtube-এ কিছু Friend তৈরি করে ফেলুন।
  • দর্শকদের টিউমেন্ট করতে বলুন।
  • নিজে টিউমেন্টের Reply দিন।

Youtube-এর Partner হয়ে যান

হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি Youtube-এর Partner হলে কিছু এক্সট্রা Facility পাবেন, যা আপনার আয় বাড়িয়ে দিতে বড় ভুমিকা রাখতে পারে।

Google Adsense

প্রথমেই Google adsense-এর কথা বলেছিলাম। ওরা আপনার বয়স বেঁধে দিয়েছে, যার জন্য ১৮ কিংবা তার চেয়ে কমবয়সীরা Allowed না।

Video'র Market বাড়িয়ে দিন

Video শুধু Youtube-এ রাখলেই হবে ?? না, হবে না।
পুরো ইন্টারনেট-এ ছড়িয়ে দিন। আপনার ব্লগে, ফেসবুকে, টুইটারে সব জায়গায় Video শেয়ার করুন।

কিছু কার্যকরী টিপস

  • Regular ভিডিও আপলোড করবেন।
  • Tag নির্বাচন করবেন সঠিকভাবে।
  • ভিডিও description যেন প্রাঞ্জল ভাষায় হয়, সেদিকে লক্ষ রাখবেন।
  • দর্শকের পছন্দ-অপছন্দ কে প্রাধান্য দিন।
  • দর্শকের রুচি অনুযায়ী ভিডিও আপলোড করুন।
  • Camera ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে।
  • আপনাকে প্রচুর সময় দিতে হবে।

কিছু কথা

  • কিছু দর্শক খারাপ টিউমেন্ট করবেই, এতে ভেঙে পড়বেন না।
  • প্রথম প্রথম ভাল আয় হবে না। এতে ভিডিও আপলোডের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন ?? না, কখনই না।
আশাকরি টিউনটি আপনাদের অনেক কাজে দিবে।
Thanks for reading my news about কিভাবে Youtube থেকে আয় করবেন ?? How to earn by Youtube (A-Z) Part-1 at my blog Tic Droid if you want too share this article, please put the resource, and if you think this article is very usefully dont forget to bookmark this site with CTRL + D on your keyboard to web browser.

New and Hot Article's :